নিজস্ব প্রতিবেদকঃ যাত্রী বিড়ম্বনা ঠেকাতে অনলাইনে ট্রেনের টিকিট বাংলায়ও বিবরণী কার্যক্রম শুরু হয়েছে। জানা যায়, অনলাইনে ট্রেনের টিকিট ইংরেজিতে লেখা থাকায় বিড়ম্বনায় পরে যাত্রীরা। আর এই বিষয়টি লাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের নজরে আসলে ইংরেজির পাশাপাশি বাংলায় লেখা ট্রেনের টিকিটের ব্যবস্থা করেছে রেলওয়ে।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনসার আলী বলেন, শনিবার (৩০ অক্টোবর) থেকে আমাদের অনলাইন টিকিটে ইংরেজির পাশাপাশি বাংলায়ও লেখা থাকবে। এতে টিকিটের বিষয়গুলো যাত্রীরা সহজেই বুঝতে পারবেন।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন বলেন, ট্রেনের টিকিট ইংরেজি লিখা থাকায় যেসব যাত্রী বুঝতে পারেন না তারা অন্যের সাহায্য নিয়ে থাকেন। তবে বাংলায় বিবরণী থাকায় সহজেই যাত্রী বুঝতে পারবেন।
সান নিউজ/এমএইচ