নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামী বুধবার (১০ জুন) থেকে বসছে। করোনা পরিস্থিতির কারণে এসময় সংসদ সদস্যরা গড়ে ৩ দিন করে সংসদে যোগ দেওয়ার সুযোগ পাবেন।
এরমধ্যে একদিন তারা বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেবেন। তবে কোনও কোনও সংসদ সদস্য তিন দিন অধিবেশনে যোগ দেওয়ার সুযোগ পেলেও বাজেটের ওপর আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পাবেন না তারা।
অবশ্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, সংসদের বিরোধীদলীয় নেতা, মন্ত্রিসভার অত্যাবশ্যকীয় কয়েকজন সদস্য, সরকারি ও বিরোধী দলের হুইপদের ক্ষেত্রে শিডিউল শিথিল করা হয়েছে। তাদের এ নিয়ম মানার প্রয়োজন পড়ছে না।
এদিকে বয়স এবং শারীরিক অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে ২০ থেকে ২২ জন সংসদ সদস্যকে বাজেট অধিবেশনে অংশগ্রহণ না করতে নিরুৎসাহিত করা হয়েছে। এদের মধ্যে কয়েকজন নারী সংসদ সদস্যও রয়েছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়া সরকার দলীয় সদস্য শহীদুজ্জামান সরকারকেও অধিবেশনে যোগ দিতে নিরুৎসাহিত করা হয়েছে।
সংসদ সচিবালয়ের একাধিক কর্মকর্তা এবং একাধিক হুইপের সঙ্গে আলোচনা করে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, করোনা মহামারির কারণে স্বাস্থ্য সুরক্ষায় সংসদ সদস্যরা রোস্টার ভিত্তিক যোগ দেবেন বাজেট অধিবেশনে। এরই আলোকে সংসদের চিফ হুইপ, বিরোধীদলীয় চিফ হুইপ এবং অন্য হুইপরা বসে কে কখন সংসদে যোগ দিবেন ইতিমধ্যে তার রোস্টার করেছেন।
রোস্টার অনুযায়ী, অধিকাংশ সংসদ সদস্যই ৩ দিন করে অধিবেশনে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন।