নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন তিব্বত মোড়ে সাবান ফ্যাক্টরিতে ভরা ড্রাম সাজানোর সময় পড়ে গিয়ে শফিকুল ইসলাম (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে বারোটায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে তিনটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শফিকুলের সহকর্মী রাসেদুল ইসলাম জানান, শফিকুল পেশায় দিনমজুর কোহিনুর কেমিক্যালের সাবান ফ্যাক্টরিতে দুপুরে ক্যামিকেলের ড্রাম সরাতে গিয়ে তার শরীরের উপরে পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়।
এদিকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া।
সান নিউজ/এমএইচ