নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের পাটুরিয়ার পাচঁ নম্বর ঘাটে ভিড়তে গিয়ে ১৯ যানবাহনসহ ডুবে গেছে ফেরি আমানত শাহ। এখনো হতাহতের খবর পাওয়া যায়নি। নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচার এজিএম নাসির।
বুধবার (২৭ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাম হোসেন জানান, দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে নৌঙর করে রো রো আমানত শাহ ফেরি। দুই থেকে তিনটি গাড়ি নামার পরপরই ফেরিটি একপাশে কাত হয়ে ডুবে যায়। ফায়ার সার্ভিস উদ্ধারকাজ চালাচ্ছে।
সান নিউজ/এনকে