নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে তিন তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন গৃহবধূ নাসরিন আক্তার (৪০)। মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় লালবাগের ৮ নং গলিতে এ ঘটনা ঘটে। তিনি লালবাগের স্থায়ী বাসিন্দা মৃত ইদ্রিস মিয়ার মেয়ে।
নিহতের আত্মীয়-স্বজন সূত্রে জানা গেছে, নাসরিন আক্তার লালবাগে নিজস্ব বাড়ির তৃতীয় তলায় স্বামীর সঙ্গে থাকতেন। তাদের বিয়ের ১৯ বছর হলেও কোন সন্তান হয়নি। তার স্বামী জাফর তার আত্মীয়ের নীলক্ষেতের একটি পেট্রোল পাম্পে চাকরি করেন।
তারা আরও জানান, নাসরিন শান্ত প্রকৃতির ছিলেন। সব সময় হাসিখুশি থাকতেন। তবে ১৯ বছরে তাদের কোনো সন্তান না হওয়ায়, মানষিকভাবে অসুস্থ ছিলেন। হয় তো তিনি নিজেই ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন।
নিহতের স্বামী জাফর জানান, ঘটনার সময়ে তিনি ঘুমিয়ে ছিলেন। পরে সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নাসরিন বেশ কিছু দিন যাবত অসুস্থ ছিলেন। ছয় মাস আগে করোনা আক্রান্ত হয়েছিল। তবে মানুষিক সমস্যা দেখা দিয়েছে। ডাক্তারও দেখিয়েছি। প্রায় বলতো আমি বাঁচবো না, মরে যাবো।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক এএসআই আব্দুল খান। তিনি জানান, মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
সান নিউজ/এমকেএইচ