নিজস্ব প্রতিবেদক: উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। এ অবস্থায় দেশের ৪ বিভাগে দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টিপাত অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ একেএম রুহুল কুদ্দুছ। এছাড়া দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
বুধবার (২৬ অক্টোবর) পর্যন্ত বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। পরবর্তী ৫ দিনের আবহাওয়া সামান্য পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে।
সোমবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে চাঁদপুরে। সর্বোচ্চ ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রাজধানী ঢাকায়।
সাননিউজ/এমআর