নিজস্ব প্রতিবেদকঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি বিদ্যুৎ সম্পর্কিত সব মামলার জন্য আলাদা বেঞ্চ গঠন করে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। কমিটির বিশতম বৈঠকে সোমবার (২৫ অক্টোবর) এই সুপারিশ করা হয়।
কমিটি এজন্য মন্ত্রণালয়কে দ্রুত মামলাগুলোর তালিকা তৈরি করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করতে বলেছে।
বৈঠকে বলা হয়, জেলা-উপজেলার পোস্ট পেইড বিদ্যুৎ মিটারকে স্মার্ট প্রি-পেইড মিটারে প্রতিস্থাপন কার্যক্রম আরও জোরদার করার সুপারিশ করা হয়।
সান নিউজ/এমএইচ