নিজস্ব প্রতিবেদক: সারাদেশে প্রতিমা, পূজামণ্ডপ, মন্দিরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের প্রতিবাদে গণ–অনশন, গণ–অবস্থান ও বিক্ষোভ মিছিল করছেন সনাতন ধর্মাবলম্বীরা। শনিবার (২৩ অক্টোবর) সকাল ছয়টা থেকে রাজধানীর শাহবাগে এ কর্মসূচি পালন করছে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বানে এবং আয়োজনে সারাদেশে গণ–অনশন, গণ–অবস্থান চলছে। এরই অংশ হিসেবে শাহবাগে চলছে কেন্দ্রীয় কর্মসূচি।
এর আগে সকাল ৬টা থেকে জাতীয় জাদুঘরের সামনে সারাদেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি পালন শুরু করছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-খ্রিস্টান ঐক্য পরিষদ। এতে সংহতি জানিয়েছে বিভিন্ন ধর্মীয় সংগঠন।
পরে জাতীয় জাদুঘরের সামনে গণঅবস্থানকারীদের একটি অংশ শাহবাগ মোড় অবরোধ করেন। রাস্তা অবরোধকারীরা 'জাগো রে জাগো, হিন্দু জাগো', 'জিহাদীদের আস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও, 'মৌলবাদের আস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও, ‘দুনিয়ার হিন্দু, এক হও, লড়াই কর', ‘মন্দিরে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘তোমার আমার ঠিকানা, পদ্মা-মেঘনা-যমুনা’, ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি' ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
এসময় এলিফ্যান্ট রোড থেকে গুলিস্তান, ফার্মগেট থেকে গুলিস্তান, গুলিস্তান থেকে এলিফ্যান্ট রোড, গুলিস্তান থেকে ফার্মগেট রোডে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে শাহবাগের আশপাশের সড়কগুলোতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
সান নিউজ/এফএআর