নিজস্ব প্রতিবেদক:
দেশের সকল সরকারি-বেসরকারি হাসপাতালে মোট কতগুলো ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) আছে, সেগুলো কিভাবে বন্টন হয় সেই সকল তথ্য সোমবার (৮ জুন) জানতে চেয়েছেন হাইকোর্ট।
বুধবারের (১০ জুন) মধ্যে রাষ্ট্রপক্ষ এ তথ্য আদালতে জানাবে। এ বিষয়ে করা এক রিট শুনানিতে বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চ্যুয়াল আদালত এ তথ্য জানতে চেয়েছেন।
বেসরকারি হাসপাতালের আইসিইউ সরকারের অধীনে অধিগ্রহণ করা এবং কেন্দ্রীয়ভাবে একটি সেন্ট্রাল বেড ব্যুরো গঠন করার নির্দেশনা চেয়ে রিটটি করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাসপাতালের ডেপুটি রেজিস্ট্রার ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন।
রিট আবেদনকারীপক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি করেন অ্যাডভোকেট ইয়াদিয়া জামান।
রাষ্ট্রপক্ষে শুনানি ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
ইয়াদিয়া জামান জানান, আদালত সারাদেশের আইসিইউর তথ্য জানতে চেয়েছেন। কতটি আছে, এগুলো কিভাবে রোগীরা পান। এ বিষয়ে হটলাইন ব্যবস্থাপনা কিভাবে তাও বুধবারের মধ্যে আদালতকে জানাতে হবে।
সান নিউজ/ আরএইচ