নিজস্ব প্রতিবেদক:
এখন থেকে আর বাংলাদেশ ব্যাংকে গভর্নর নিয়োগে বয়সের বাধা থাকছে না। ৬৫ বছর পর্যন্ত বয়সসীমার বিষয়টি সংশোধন করে বাংলাদেশ ব্যাংক (সংশোধন) আইন, ২০২০ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (৮ জুন) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এ আইনের অনুমোদন হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামাজিক দূরত্ব মেনে স্বাস্থ্যবিধি পালন করে সীমিত সংখ্যক মন্ত্রিসভার সদস্যরা এ বৈঠকে অংশগ্রহণ করেন।
এতদিন বাংলাদেশ ব্যাংকে গভর্নর নিয়োগে বয়সসীমা সর্বোচ্চ ৬৫ বছর নির্ধারিত ছিল। এ আইনের ফলে গভর্নর নিয়োগে আর সর্বোচ্চ বয়সসীমার বাধা থাকছে না।
সান নিউজ/সালি