নিজস্ব প্রতিবেদক:
ঢাকায় এসে পৌঁছেছে চীনের মেডিকেল বিশেষজ্ঞ দল। বিশ্ব মহামারি করোনাভাইরাস মোকাবিলায় সহযোগিতার অংশ হিসেবে তাদের এই সফর। তারা সঙ্গে করে নিয়ে এসেছে চিকিৎসা সরঞ্জামও।
সোমবার (৮ জুন) বেলা ১১টা ২০ মিনিটে চীনের হাইনান এয়ারলাইন্সের একটি ফ্লাইট এইচইউ-৪৫১ এ করে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অতরণ করেন।
বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও চীনা রাষ্ট্রদূত লি জিমিং।
এর আগে গত ৩ জুন রাতে এক বিজ্ঞপ্তিতে ঢাকায় চীনা দূতাবাস জানায়, চীনের প্রতিনিধি দলে হাইনান প্রদেশের ১০ জন অভিজ্ঞ চিকিৎসক রয়েছেন। বিশেষজ্ঞ দলটি বাংলাদেশে দুই সপ্তাহ অবস্থান করবে।
এই সময়ে তারা নির্দিষ্ট কয়েকটি হাসপাতাল, কোয়ারেন্টাইন সেন্টার, পরীক্ষাকেন্দ্র পরিদর্শন ও সেগুলোতে কাজ করা ছাড়াও কন্টেইনমেন্ট ও চিকিৎসা বিষয়ে কারিগরি পরামর্শ দেবেন।
চীনের এই বিশেষজ্ঞ দলটির ঢাকা সফরের আয়োজন করছে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন।
করোনাভাইরাস মোকাবিলায় চীন বাংলাদেশকে ধারাবাহিকভাবে সহায়তার অংশ হিসেবে চীনের এই মেডিকেল বিশেষজ্ঞ দল করোনা সহায়তা দিতে ঢাকা এলো।
সান নিউজ/সালি