শনিবার, ১২ এপ্রিল ২০২৫
জাতীয় প্রকাশিত ১৯ অক্টোবর ২০২১ ১৫:৩৮
সর্বশেষ আপডেট ১৯ অক্টোবর ২০২১ ১৫:৩৮

রাজধানীর পল্টনে বৃদ্ধের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্টন থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে পল্টনে ১১ নং ইব্রাহিম ম্যানশন মরণচাঁদ মিষ্টির দোকানের সামনের ঝুপড়ি ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

পল্টন থানার উপ-পরিদর্শক এসআই ফরহাদ মাতুব্বর জানান, বিকেলে খবর পেয়ে ওই বৃদ্ধকে অচেতন অবস্থায় উদ্ধার করে সন্ধ্যা সোয়া ছয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরহাদ মাতুব্বর জানান, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্থানীয়দের থেকে ও প্রাথমিক তদন্তে জানা গেছে মৃত ব্যক্তি অনেকদিন ধরে ওই এলাকায় ঝুপড়ি ঘরে থাকতেন। তিনি ভবঘুরে প্রকৃতি ছিলেন। তার বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ হতে পারে তার পরনে ছিল একটি ময়লাযুক্ত চেক লুঙ্গি।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা যায় বার্ধক্যজনিত ও অসুস্থজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। বৃদ্ধের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১২ এপ্রিল: ইতিহাসের এই দিনে

আজ শনিবার, ১২ এপ্রিল ২০২৫। ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ। ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দ...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ শনিবার (১২ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা