দেশের উত্তরপূর্ব ও পশ্চিমাঞ্চলে অব্যাহত রয়েছে শৈত্য প্রবাহ। আজ (১৩ জানুযারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
ঘন কুয়াশ আর কককনে ঠাণ্ডায় বিপর্যস্থ হয়ে পড়েছে উত্তরের জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। তীব্র শীতে কাজে যেতে পারছেন না তারা। কাজে যেতে না পেরে মানবেতর দিন কাটছে তাদের।
গত কয়েকদিন দেশের বেশির ভাগ এলাকায় দেখা মেলেনি সূর্যের। তবে আজ রাজধানীসহ বিভিন্ন এলাকায় সূর্যের দেখা মিললেও তীর্ব ঠাণ্ডা অনুভব হচ্ছে। আবহাওয়া অফিস জানায়, রাজধানীতে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার পার্থক্য কম থাকায় শীত বেশি অনুভব হচ্ছে।
শৈত প্রবাহ আরও এক থেকে দুই দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ২০ জানুয়ারির পর তাপমাত্রা আবারও কমতে থাকবে। ২৪ জানুয়ারি নাগাদ শুরু হতে পারে আরও একটি শৈত্যপ্রবাহ, জানিয়েছে আবহাওয়া অফিস।