নিজস্ব প্রতিবেদকঃ কোরিয়ান এক্সিম ব্যাংকের ঋণ নিয়ে মোট ৬০০ কোটি টাকা ব্যয়ে ৩২০টি এসি বাস কেনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।
জানা গেছে, প্রকল্পটির প্রাক্কলিত মোট ব্যয় ৬০০ কোটি টাকা ধরা হলেও সরকার অর্থায়ন করবে ১৬৬ কোটি ৫০ লাখ টাকা ও বৈদেশিক ঋণ ৪৩৩ কোটি ৫০ লাখ টাকা।
তিনি বলেন, এই বাসটিতে সব আধুনিক সুযোগ-সুবিধা থাকবে। ইতোমধ্যে প্রকল্পের প্রাথমিক প্রস্তাবনা কমিশনে পাঠানো হয়েছে। এটা একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে পূর্ব অভিজ্ঞতার আলোকে বাসগুলোর পার্টসের ব্যবস্থা বেশি রাখছি, যাতে বাসগুলো ২০ থেকে ২২ বছর সেবা দিতে পারে।
এ নিয়ে বিআরটিসির প্রস্তাবিত প্রকল্পের নীতিগত অনুমোদন দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেন, মানুষ যাতে সঠিকভাবে চলাফেরা করতে পারে সেজন্য প্রকল্পের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। জনগণের টাকায় কেনা বাসগুলো যাতে দীর্ঘদিন সেবা দিতে পারে সেই বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
সান নিউজ/এমএইচ