কূটনৈতিক প্রতিবেদক: মিয়ানমার হতে বাস্তুচ্যুত প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফেরত নেয়ার জন্য আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেছেন বাংলাদেশের পশ্চিম জোনের সচিব সাব্বির আহমেদ চৌধুরী।
১১ হতে ১২ অক্টোবর কাজাখিস্তানে কিকা সম্মেলনে ষষ্ঠ মন্ত্রিপর্যায়ের বৈঠকে তিনি এ দাবি জানান।
সাব্বির বলেন, ১৯৫১ সালের অভিবাসী আইনে স্বাক্ষরকারী দেশ হিসেবে আমরা অন্তর্ভুক্ত নই।
তিনি বলেন, ১১ লাখ রোহিঙ্গাকে বর্তমানে আমরা স্থান দিয়েছি। তাদেরকে দ্রুত নিজ দেশে ফেরত পাঠাতে ব্যবস্থা নিন।
সাব্বির বলেন, রোহিঙ্গারা আমাদের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি।
সান নিউজ/এফএআর