নিজস্ব প্রতিবেদকঃ ভুয়া অতিরিক্তি সচিব আব্দুল কাদেরের প্রতারণার শিকার হয়েছেন বলে জানিয়েছেন মুসা বিন শমস। মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভুয়া অতিরিক্ত সচিব আবদুল কাদের একজন মিথ্যাবাদী। আমিও প্রতারণার শিকার হয়েছি। এ ভুয়া অতিরিক্ত সচিবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব, তার বিরুদ্ধে মামলা করবো।
মুসা বিন শমস বলেন, একজন ফ্রড লোক অতিরিক্ত সচিব পরিচয়ে ভুয়া কার্ড ছাপিয়ে আমার অফিসে গিয়েছিলো। আমার সঙ্গে বিভিন্ন সময় ছবি তুলতো। এমনকি সে মাঝে মাঝে আমার সাথে বসে ঊর্ধ্বতন লোকদের সঙ্গে কথা বলতো। আমার বিশ্বাস ছিলো যে, সে অতিরিক্ত সচিব। কিন্তু পরে প্রমাণিত হলো, সে অতিরিক্ত সচিব না, সে একজন ভুয়া অতিরিক্ত সচিব। পরে তাকে বের করে দিলাম আমি।
সান নিউজ/এমএইচ