নিজস্ব প্রতিবেদকঃ ই-কমার্স প্রতিষ্ঠান ভ্যালি পরিচালনার জন্য বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছেন হাইকোর্ট। প্রাক্তন বিচারপতি, সচিব, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং আইনজীবীর সমন্বয়ে এই বোর্ডটি গঠন করা হবে।
মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে ইভ্যালির বিষয়ে এক শুনানিতে এই সিদ্ধান্তের কথা জানান হাইকোর্ট। বিচারপতি খুরশিদ আলম সরকার বুধবার (১৩ অক্টোবর) বোর্ড গঠনের আদেশ দেবেন।
এর আগে জয়েন্ট স্টক কোম্পানিজ সোমবার (১১ অক্টোবর)হাইকোর্টে এসব নথি দাখিল করে। গত ৩০ সেপ্টেম্বর ই- কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সব নথি চেয়ে হাইকোর্ট তলব করেন।
উল্লেখ্য, ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করে র্যাব।
সান নিউজ/এমএইচ