শনিবার, ১২ এপ্রিল ২০২৫
চুরি
জাতীয় প্রকাশিত ১১ অক্টোবর ২০২১ ১৬:০০
সর্বশেষ আপডেট ১২ অক্টোবর ২০২১ ০৭:৩১

ঢামেকে চোরের উপদ্রব, আটক ১

নিজস্ব প্রতিবেদকঃ মোবাইল ফোন চুরির অভিযোগে আটক পিন্টু (৩৩) নামে এক ব্যক্তিকে ৪ ঘণ্টা গাছের সঙ্গে বেঁধে রাখার ঘটনা ঘটেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সোমবার (১১ অক্টোবর) দুপুরে ঘটনাটি ঘটে। দীর্ঘ সময় গাছের সাথে তাকে বেধে রেখে তাকে আনসারা তাকে প্রশাসনিক ভবনে পরিচালকের কার্যালয়ে নিয়ে যান।

ঢামেক পুলিশ ফাড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এবং বিষয়টি শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে অভিহিত করলে আটক পিন্টুকে আমাদের হেফাজতে আনা হয়।

এ বিষয়ে কথা হলে ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজমুল হক জানান, আমাদের এখানে রোগীর থেকে প্রায়ই চুরির ঘটনার অভিযোগ পেয়ে থাকি। প্রতিনিয়ত ধরাও পড়লে তাদের থানায় দেয়া হয়।

তিনি বলেন, যে ছেলেটা কে আটক করা হয়েছে, এর আগেও তাকে তিন বার একই অভিযোগে আটক করা হয়। থানায় দেয়া হলেও কিছুদিন পর আবার বের হয়ে পুনরায় চুরি করতে আসে।

তিনি আরও বলেন, আমাদের এখানে বেশির ভাগ রোগী গরিব, তারা কেউ মামলা করতে চায় না। যার ফলে আইনি ফাঁকফোকরে দ্রুত বের হয়ে আবার চুরি করে। আমরা একটি অভিযোগ দিয়ে তাকে থানায় দিয়েছি। ঐ ছেলে টি চিহ্নিত চোর বলে জানান তিনি।

এদিকে, মোবাইল চুরির কথা স্বীকার করে পিন্টু জানায়, সকাল সাড়ে ১১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত তার দুই হাত রশি দিয়ে বেঁধে পিঠমুড়া করে নারিকেল গাছে বেঁধে রাখা হয়েছিল। ৪ঘণ্টা গাছে বেঁধে রাখার এই অভিযোগের সত্যতাও পাওয়া গেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পূবাইলে হাত-পা বেঁধে ফ্ল্যাট বাসায় ডাকাতি

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন হায়দরাবাদ এলাকায় ফ...

এসএসসির প্রশ্ন নিয়ে খুশি শিক্ষার্থীরা, প্রথমদিনের পরীক্ষা শেষ 

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিনের পরীক্ষা শেষ হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা