নিজস্ব প্রতিবেদক: বহুল আলোচিত মুসা বিন শমসেরকে তলব করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতার কাদেরের সঙ্গে মুখোমুখি করে মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। মুসার আইন উপদেষ্টা ছিলেন প্রতারক আবদুল কাদের।
অতিরিক্ত সচিব পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার আবদুল কাদেরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে আগামীকাল মঙ্গলবার (১২ অক্টোবর) তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
সান নিউজ/এনকে