নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গাবতলী এলাকায় তুরাগ নদে ট্রলারডুবির ঘটনায় আরও দুই মরদেহ উদ্ধার করা হয়েছে। এনিয়ে দুই শিশুসহ পাঁচজনের মরদেহ উদ্ধার হলো। এঘটনায় এখনও তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
এর আগে ডুবুরি দল তিনজনের মরদেহ উদ্ধার করলে নিহতের স্বজনদের আহাজারিতে চারপাশ ভারী হয়ে যায়।
শনিবার (৯ অক্টোবর) সকাল আটটায় একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে নৌকাটি ডুবে যায়। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
সাভার ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইন্সপেক্টর মাহফুজুর রহমান জানান, শনিবার (৯ অক্টোবর) সকালে তুরাগ নদীর আমিনবাজার এলাকা থেকে প্রায় আঠারোজন যাত্রী নিয়ে একটি নৌকা গাবতলীর উদ্দেশ্যে রওনা দেয়। মাঝ নদীতে পৌঁছালে একটি বালুভর্তি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে শিশুসহ আট যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়।
ফায়ার সার্ভিস জানায়, উদ্ধার অভিযানে তুরাগ নদে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল।
সান নিউজ/এফএইচপি