নিজস্ব প্রতিবেদক: নানা নিষেধাজ্ঞা-প্রতিকূলতার পর অবশেষে ভারতের 'সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া' উৎপাদিত দশ লাখ কোভিশিল্ড টিকা আজ দেশে আসছে।
বিষয়টি নিশ্চিত করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্র।
অন্যদিকে দেশটির বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, বাংলাদেশে দশ লাখ ডোজ টিকা পাঠানোর অনুমতি দিয়েছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া।
সেরামের সাথে চুক্তিতে থাকা বেক্সিমকোর মাধ্যমে কেনা এই দশ লাখ টিকা শনিবার (৯ অক্টোবর) বিকেল পৌনে ছয়টায় ঢাকায় পৌঁছাবে বলে জানা গেছে।
ভারত বাংলাদেশকে তিন দফায় ৩৩ লাখ টিকা উপহার দেয়। চলতি বছর ২১ জানুয়ারি বাংলাদেশকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা উপহার দেয় প্রতিবেশী দেশটি।
এরপর গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা এসে ১২ লাখ টিকা উপহার দেন। আর তৃতীয় দফায় ভারতের সেনা প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে ৮ এপ্রিল ঢাকায় এসে এক লাখ টিকা উপহার দেন। এর ফলে কেনা টিকা আর উপহার মিলিয়ে ভারত থেকে এখনো পর্যন্ত মোট ১ কোটি ৩ লাখ ডোজ টিকা দেশে এসেছে।
এরপর দীর্ঘ প্রতীক্ষা শেষে আজ শনিবার আবার ভারত থেকে নতুন করে টিকার চালান আসার খবর পাওয়া গেলো।
এই টিকা প্রাপ্তি নিয়মিত হলে দেশে টিকা জটিলতা অনেকটাই নিরসন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানলে পরিস্থিতি সামাল দিতে টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় দেশটির সরকার। ফলে বাংলাদেশ চুক্তির আর কোনো টিকা পায়নি।
বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী কোম্পানি সেরাম ইনস্টিটিউট অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকা উৎপাদন করে কোভিশিল্ড নামে বাজারজাত করছে।
সান নিউজ/এফএইচপি