কূটনৈতিক প্রতিবেদক: নেপালের লুম্বিনিতে বৌদ্ধ বিহার নির্মাণ করবে বাংলাদেশ। এবিষয়ে চুক্তিও সই করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) লুম্বিনি ডেভেলপমেন্ট ট্রাস্টের (এলডিটি) সঙ্গে এ চুক্তি সম্পন্ন হয়েছে।
চুক্তি অনুযায়ী, লুম্বিনি ডেভেলপমেন্ট ট্রাস্টের বরাদ্দকৃত জায়গায় বৌদ্ধ বিহার তৈরির সমস্ত ব্যয় বহন করবে বাংলাদেশ।
এবিষয়ে কাঠমুন্ডুর বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, এলডিটি সদর দপ্তরে আয়োজিত চুক্তি সই অনুষ্ঠানে রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং লুম্বিনি ডেভেলপমেন্ট ট্রাস্টের (এলডিটি) ভাইস চেয়ারম্যান মেত্তেয়া সাক্যপুত্তা চুক্তিতে নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন।
এসময় এলডিটির পক্ষে প্রকল্প প্রধান সরোজ ভট্টরাই, দূতাবাসের পক্ষে প্রথম সচিব মো. আলমগীর ইসলাম খানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সান নিউজ/এফএইচপি