নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর ফকিরাপুলে তেলাপোকার কীটনাশক খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বোন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। মৃত শিশুটি হলেন, ইসমাইল (২বছর) এবং চিকিৎসাধীন শিশু- ফারজানা আক্তার মিম (৩বছর)। বুধবার (৬ অক্টোবর) দুপুরে ফকিরাপুল কোমর গলির বাসায় এ ঘটনাটি ঘটে।
শিশুদের মা পরীবানু জানায়, ঘরের তেলাপোকার উপদ্রব বেশি হওয়ায় তাদের বড় ভাই ফাহিম তেলাপোকা মারার ওষুধ এনে বাসায় রেখেছিল। পরে দুই ভাই বোন আচারের প্যাকেট মনে করে ঘরের বাহিরে নিয়ে খেয়ে বমি করতে করতে থাকে। পরে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে দুপুর একটায় ঢামেকে চিকিৎসার জন্য নিয়ে আসি।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, দুই শিশুকে চিকিৎসক স্টোমাক ওয়াশ দিয়েছে। ২০৮ নম্বর ওয়ার্ডে বিকেল পৌনে পাঁচটায় ইসমাইলকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বোন মিম শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
সান নিউজ/এমএইচ