নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীতে লক্কর ঝক্কর গণপরিবহনের যন্ত্রণার শেষ নেই। জানালার গ্লাস ভাঙ্গা, নেই বাসের দরজা। উপর দিকে রংচটা থাকলেও বাসের ভিতরের আসনগুলোর অবস্থা করুণ। এরই প্রেক্ষিতে ‘ঢাকা নগর পরিবহন’ নামে নতুন বাস নিয়ে আসছে ঢাকা সিটি কর্পোরেশন।
তাই ঘাটারচর থেকে কাঁচপুর রুটে চলবে না কোনো পুরাতন বাস। আগামী ১ ডিসেম্বর শুরু হবে বাস রুট রেশনালাইজেশনের পরীক্ষামূলক কার্যক্রম। আর ২০১৯ সালের ১ জানুয়ারির আগের বাসগুলো উঠিয়ে নতুন বাস যোগ করা হবে।
সূত্রটি জানায়, কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর রুটে প্রায় ২১ কি.মি দৈর্ঘ্যের প্রস্তাবিত এ রুটে ১২০টি নতুন বাস চলাচল করবে। এ প্রস্তাবনায় পরিবহন মালিকসহ সবার সম্মতি রয়েছে। এ রুটে চলাচলকারী পরিবহনের চালক এবং হেলপারের একটি নির্দিষ্ট পোশাক থাকবে।
সূত্র আরও জানায়, চলতি মাসের (অক্টোবর) ২০ তারিখে এ রুটে চলাচলকারী বাসের ডিজাইন চূড়ান্ত করা হবে। পর্যায়ক্রমে ঢাকা শহরের বাকি গণপরিবহনের শৃঙ্খলাও প্রতিষ্ঠিত হবে। এছাড়া নতুন এ রুটে ৪০টির বেশি যাত্রী ছাউনি নির্মাণের উদ্যোগ নিয়েছে কমিটি। পাশাপাশি বাস-বে হবে ১৬টি স্থানে। জায়গা সংকটের কারণে বাস-বের সংখ্যা আর বাড়াতে পারছে না কমিটি।
সান নিউজ/এমএইচ