নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁয়ে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী ইয়াসিন তালুকদার (৩৫) মারা গেছেন। তার শরীরে ৫০ শতাংশ দগ্ধ ছিলো। এ ঘটনায় দগ্ধ দু’জনেই মারা গেলেন।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ইনষ্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল। এর আগে শিক্ষার্থী জিতু হাসান গত শনিবার ভোর রাতে চিকিৎসাধীন আইসিইউ’তে মারা যান।
নিহতের ভগ্নিপতি ফারুক ঢালী জানান, ইয়াসিন তালুকদার জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছিলেন। তিনি চাঁদপুর সদর উপজেলার দাশারী বাজারের মৃত ইব্রাহিম তালুকদারের ছেলে। তিন ভাই দুই বোনের মধ্যে চতুর্থ ছিলেন ইয়াসিন তালুকদার।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বরত পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ইয়াসিন তালুকদারের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সান নিউজ/এমকেএইচ