নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস থেকে সুরক্ষায় যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের আরও ২৫ লাখ ডোজ টিকা আসছে।
সোমবার (৪ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।
জানা যায়, ৪ অক্টোবর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সে যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় প্রথম শিপমেন্টে ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ এবং ৫ অক্টোবর দুপুর ১২টায় দ্বিতীয় শিপমেন্টে ১২ লাখ ৫৬ হাজার ৫৮০ ডোজ এবং একই দিন রাত ১১টার পর তৃতীয় শিপমেন্টে ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ ফাইজারের টিকা দেশে আসবে।
সব মিলিয়ে এ দুদিনে তিন শিপমেন্টে দেশে আসবে ফাইজারের ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ টিকা।
উল্লেখ্য, এর আগে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে ১ম দফায় ১ লাখ ৬২০ ডোজ এবং ২য় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ এবং ৩য় দফায় আরও ২৫ লাখ ডোজসহ ফাইজারের মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ ভ্যাকসিন দেশে এসেছে।
সাননিউজ/ জেআই