নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় এহসান চৌধুরী (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৩ অক্টোবর) রাত সাড়ে দশটায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত এহসান ঢাকার চকবাজারের মৃত আমির উদ্দিন চৌধুরীর ছেলে। বর্তমানে উত্তরা ১৩ নম্বর সেক্টরে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন তিনি।
নিহতের খালাতো ভাই মোহাম্মদ আলী জানান, রাজধানীর খিলক্ষেতে একটি কোম্পানির অর্ডারে ব্লকের কাজ করতেন এহসান চৌধুরী। তার অনেক আগে থেকেই ডানহাত প্যারালাইসিস ছিল। তিনি রাতে খিলক্ষেত থেকে উত্তরার বাসায় ফেরার জন্য গাড়িতে উঠার জন্য অপেক্ষা করছিলেন।
পরে রাস্তার পাশেই ট্রেন লাইনের পাশে মূত্র ত্যাগ করতে গেলে ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। এ সময় তাকে উদ্ধার করে রাত সাড়ে বারোটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সান নিউজ/এমকেএইচ