নিজস্ব প্রতিবেদক:
ঝুঁকিপূর্ণ এলাকা থেকে অফিসে আসতে হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বুধবার (৩ জুন) সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত সবাইকে বাড়তি সতর্কতার সাথে থাকার আহ্বান জানান তিনি। বলেন, ওইসব এলাকা থেকে অফিসে না আসাই ভালো।
প্রতিমন্ত্রী জানান, করোনার ঝুঁকি এড়াতে বাড়তি সতর্কতার অংশ হিসেবে এক-চতুর্থাংশ অর্থাৎ ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারী সরাসরি অফিস করবে। ২৫ শতাংশ বাসা থেকে অনলাইনে কাজ করছেন। বাকি ৫০ শতাংশ রিজার্ভ রাখা হচ্ছে। তারা পরবর্তী ধাপে কাজ করবেন। করোনার ঝুঁকি এড়াতে এবং পরিস্থিতি সামাল দিতে এ কৌশল নিয়ে চলছে সরকারি অফিস।
একই সাথে আর করোনা সংক্রমিত ঝুঁকিপূর্ণ এলাকা তথা ‘রেড জোন’ থেকে কর্মকর্তা-কর্মচারীদের অফিসে আসতে নিষেধ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৬৬ দিনের সাধারণ ছুটি শেষে ৩১ মে থেকে আগামী ১৫ জুন পর্যন্ত সীমিত পরিসরে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিছু বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে অফিস খুলেছে। তবে অফিস খুললেও বাড়তি সতর্কতা হিসেবে একসঙ্গে সবাইকে অফিস নিচ্ছে না সরকার।
এদিকে, লকডাউন তুলে নেয়ার পর থেকে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। একই সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও । বুধবার আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৯৫ জন। এ নিযে মোট আক্রান্ত হলো ৫৫ হাজার ১৪০ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন রেকর্ড ৩৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৪৫ জনে।