নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২ অক্টোবর) বিকেল তিনটা ৫৩ মিনিটে আগুন লাগে বলে জানা গেছে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুনের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট পাঠানো হয়েছে। এখনো ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। আগুনের কারণ এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিস কাজ শুরুর পর এব্যাপারে বিস্তারিত বলা যাবে বলেও জানান তিনি।
সান নিউজ/এফএইচপি