নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁওয়ে একটি ছয়তলা ভবনের তিনতলায় বিস্ফোরণে দগ্ধ দুজনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকের বরাতে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দগ্ধরা হলেন- ইয়াসিন তালুকদার (৩২) ও মোহাম্মদ জিতু (২৮)। ইয়াছিনের শরীরের ৫০ শতাংশ, ও জিতুর ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে।
শুক্রবার (১ অক্টোবর) রাত নয়টার দিকে পূর্ব তেজতুরী বাজার এলাকায় বিস্ফোরণটি ঘটে। আশপাশের লোকেরা তাদের উদ্ধার করে রাতেই শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
দগ্ধ দুজন ওই ভবনে মেস করে থাকতেন। হঠাৎ সেখানে বিস্ফোরণে তারা দগ্ধ হন।
সাননিউজ/এমআর