নিজস্ব প্রতিবেদক: জাতীয় কন্যাশিশু দিবস আজ। ২৯ সেপ্টেম্বর (বুধবার) থেকে আগামী ৫ অক্টোবর পর্যন্ত শিশু অধিকার সপ্তাহ; এরমধ্যে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় কন্যাশিশু দিবস পালনে কর্মসূচি দিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
বিশ্বজুড়ে লিঙ্গবৈষম্য দূর করতে ২০১২ সালের ১১ অক্টোবর প্রথম আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন করা হয়। জাতিসংঘের সদস্য দেশগুলো প্রতিবছর এ দিবস পালন করে। তবে বিভিন্ন দেশ বিভিন্ন দিনে দিবসটি পালন করে। ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে দিবসটি পালন করা হচ্ছে।
এবার এই দিবসের প্রতিপাদ্য হলো ‘আমরা কন্যাশিশু-প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’। দিবসের সরকারি সূচি হিসেবে মহিলা বিষয়ক অধিদপ্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সাননিউজ/এমআর