নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে মো. রিপন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ইস্টার্ন প্লাজার সাবেরা ফ্যাসন শাড়ির দোকানের সেলসম্যান ছিল।
বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কিশোরের ভাড়া বাসার অদূরে এ ঘটনা ঘটে।
মৃতের বড় ভাইয়ের বন্ধু শুভ জানান, রাতে বাসায় ফেরার পথে স্থানীয় বখাটে শাওন (১৩) রিপনের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টার করলে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে শাওন তাকে পেটে ছুরিকাঘাত করে। সঙ্গে থাকা আরও দুজনসহ শাওন পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় রিপনকে উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মৃত রিপন শরিয়তপুরের জাজিরা উপজেলার পালেরচড় গ্রামের মৃত আলম শরিফ ও মনোয়ারা বেগমের ছেলে। সে ঢাকায় কামরাঙ্গীরচর পূর্ব রসুল ৫ নং গলিতে থাকতো। চার ভাই এক বোনের মধ্যে সে ছিল তৃতীয়।
সাননিউজ/এমআর