নিজস্ব প্রতিবেদক:
করোনা পরিস্থিতির আরও অবনতি হলে পুনরায় সাধারণ ছুটি ও লকডাউনের কথা চিন্তা-ভাবনা করবে সরকার। আগামী ১৫ জুন পর্যন্ত করোনা সংক্রমণ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে। তার উপর নির্ভর করবে সাধারণ ছুটি ও লকডাউন বাড়ানো হবে কি না। সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের কয়েকজন মন্ত্রী এ তথ্য জানিয়েছে।
দীর্ঘ ৬৬ দিন পর গত ৩১ মে থেকে সরকারি-বেসরকারি অফিস খোলা হয়। এর পরের দিন থেকে সীমিত আকারে চালু হয় গণপরিবহণ।
সরকারি-বেসরকারি অফিস খোর পর থেকে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। গতকাল ছিলো করোনায় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। মৃত্যু হয়েছে ৩৭ জনের। আর অফিস খোলার প্রথম দিনে মৃত্যু হয়েছে সর্বোচ্চ ৪০ জনের। দেশে সর্বমোট আক্রান্ত ৫২ হাজার ছাড়িয়ে গেছে।
অফিস খোলার পর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। করোনায় এ পর্যন্ত প্রাণহানি হয়েছে ৭০৯ জনের।
সরকারের নীতিনির্ধারকরা জানান, শ্রমজীবী, গরিব, খেটে খাওয়া, স্বল্প আয়ের মানুষের জীবিকা এবং দেশের অর্থনীতির কথা বিবেচনা করে এই প্রতিকূল পরিস্থিতিতেও সাধারণ ছুটি ও লকডাউন তুলে দেওয়া হয়েছে। তবে এই পরিস্থিতির আরও অবনতি ঘটলে অন্য কোনো উপায় থাকবে না। বাধ্য হয়ে পুনরায় সাধারণ ছুটি ও লকডাউন দেওয়া হবে। সরকারের উচ্চ পর্যায়ে এমন সিদ্ধান্তই রয়েছে।