নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবা-মায়ের সংগ্রাম দেখে নিজেকে বিশ্ব দরবারের কাছে নন্দিত নেতায় পরিণত করেছেন।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধায় ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
শিক্ষামন্ত্রী বলেন, তিনি পর্যায়ক্রমে নিজেকে সবার কাছে অপরিহার্য করে গড়েছেন। যুদ্ধাপরাধীদের বিচার করেছেন, বাংলাদেশের মানুষকে উন্নত দেশে পরিণত হওয়ার স্বপ্ন দেখিয়ে চলেছেন। প্রধানমন্ত্রী যেদিন বাবা ও মা সহ পুরো পরিবারকে হারিয়েছেন, সেদিন থেকে নিজের সুখ-আনন্দ সবকিছু বিসর্জন দিয়ে দেশের মানুষের জন্য কাজ করে চলেছেন। শোককে শক্তিতে পরিণত করে তিনি এগিয়ে যাচ্ছেন অসাধারণ গতিতে।
তিনি আরও বলেন, পিতার সব স্বপ্ন একে একে বাস্তবায়ন করে যাচ্ছেন। পালটে যাচ্ছে রাজনীতির পুরো চালচিত্র। সমাজের নানা খাতে পরিবর্তন হচ্ছে। সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রেও নারীর অংশ গ্রহণ বেড়েছে ব্যাপক হারে।
শিক্ষা মন্ত্রী বলেন, আমরা সৌভাগ্যবান যে আমরা এমন একটা সময় আছি যখন শেখ হাসিনার মত একজন রাষ্ট্রনায়ক পেয়েছি।
সাননিউজ/এমআর