নিজস্ব প্রতিবেদক: প্রবাসীদের করোনার নমুনা পরীক্ষায় সব ধরনের প্রস্তুতি শেষ। কোন ধরনের জটিলতা ছাড়াই পরীক্ষামূলকভাবে ৯৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরে সেই ফল পাঠানোর পর দ্রুত চালু করতে বেসামরিক বিমানবন্দর কর্তৃপক্ষকে (সিভিল অ্যাভিয়েশন) চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
সোমবার ( ২৭ সেপ্টেম্বর) বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা শাহরিয়ার সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল পরীক্ষামূলকভাবে যাদের নমুনা পরীক্ষা করা হয়, তাদের প্রত্যেকের ফল নেগেটিভ এসেছে। সেই ফল স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হলে তাঁরা সিভিল অ্যাভিয়েশনকে চিঠি পাঠিয়েছে। অ্যাভিয়েশন এয়ারলাইনসগুলোকে বললে কখন তাঁরা ফ্লাইট চালু করবে জানালে সে অনুযায়ী পরীক্ষা শুরু হবে।
এর আগে গতকাল রোববার বিমানবন্দরে করোনা পরীক্ষার প্রস্তুতি দেখতে এসে ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মইনুল আহসান বলেন, মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) থেকে বিমানবন্দরে স্থাপিত ল্যাবে করোনা পরীক্ষা শুরু হবে।
সাননিউজ/ জেআই