নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবন্ত কিংবদন্তি। তার নেতৃত্বে ভোটাধিকার-গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে। দারিদ্র্য কমেছে। তার কারণেই বাংলাদেশ এখন বিশ্বের কাছে মর্যাদাপূর্ণ। তিনি সম্মানিত হলে দেশ ও জনগণ সম্মানিত হয়।
সোমবার (২৭ সেপ্টেম্বর) শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে তথ্য অধিদফতর আয়োজিত আলোকচিত্র অ্যালবাম এর মোড়ক উম্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, তিনি কিছুদিন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দেখেছেন, শেখ হাসিনা নিজের ঘরে জন্মদিন পালন করেন না। কেক কাটেন না। কোনো অনুষ্ঠানের আয়োজন করলে যেতে চান না। তাই তাকে না জানিয়েই দলের পক্ষ থেকে জন্মদিন পালন করা হয়।
তথ্যমন্ত্রী বলেন, এবারের জন্মদিনটা তাৎপর্যপূর্ন। আজকের দিনের প্রার্থনা যেন তার শততম জন্মদিন পালন করা যায়। ওই দিন পর্যন্ত যেন তিনি বেঁচে থাকেন।
শেখ হাসিনাকে গনতন্ত্রের মানসকন্যা অভিহিত করে মন্ত্রী বলেন, দেশে এখন কুঁড়ে ঘর খুঁজে পাওয়া যায় না, ছেঁড় কাপড় পড়া মানুষ দেখা যায় না, মানুষ খালি পায়ে থাকে না। কারণ ৪০ শতাংশ থেকে দারিদ্র্য ২০ শতাংশে নামিয়ে এনেছে তার নেতৃত্বের সরকার। দেশ বদলে গেছে, আকাশ থেকে ঢাকা, চট্টগ্রাম চেনা যায় না। এটা কোনো জাদুর কারনে নয় এটা শেখ হাসিনার জাদুর নেতৃত্বের কারণে বদলেছে।
সান নিউজ/এফএইচপি