সাননিউজ ডেস্ক: বিশ্ব পর্যটন দিবস আজ। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশও সোমবার (২৭ সেপ্টেম্বর) নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে। পর্যটনের ভূমিকা সম্পর্কে সচেতনতা বাড়ানোসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতা বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া এ দিবসের লক্ষ্য।
১৯৮০ সাল থেকে ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে দিবসটি পালন হয়।
দিবসটির এবারের প্রতিপাদ্য ‘অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য পর্যটন’। প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডসহ বিভিন্ন পর্যটন সংস্থা দিবসটি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন- রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাননিউজ/এমআর