নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘদিন বন্ধ থাকার পর অফিস চালুর দ্বিতীয় দিনেও আজ মঙ্গলবার (২ জুন) সকাল থেকে সড়কে অফিসগামী মানুষের সংখ্যা ছিলো কম। গণপরিবহণে যাত্রীর সংখ্যা ছিলো খুবি কম। আধিকাংশ অফিসগামী মানুষ গন্তব্যের উদ্দেশে রওনা জয়েছে রিকশায় করে। কেউ কেউ পায়ে হেটে। তবে লেগুনাসহ ছোট পরিবহন দেখা যায়নি সে দৃশ্য। গাদাগাদি করে গায়েগায়ে লেগে বসে আছে যাত্রীরা। নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। সকালে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র পাওয়া যায়।
সকাল ধানমণ্ডি থেকে ফার্মগেটের উদ্দেশে হেঁটেই রওনা দিতে দেখা গেছে অনেককে। অনেকে আবার রওনা হয়েছে রিকশায় চড়ে। কেউ কেউ আবার লেগুনাতে উঠে বসেছেন। তবে লেগুনায় কোনও স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। প্রতিটি লেগুনাতেই গাদাগাদি করে বসতে দেখা গেছে। ছিল না হ্যান্ড স্যানিটাইজার বা জীবাণুনাশক ছেটানোরও ব্যবস্থা।
একই চিত্র মোহাম্মদপুর এলাকায়। এখান থেকে যেসব বাস ছেড়ে গেছে, সেগুলোতে পাশাপাশি দুটি সিটের একটি করে ফাঁকা রাখতে দেখা গেছে। বাসগুলোতে যাত্রী উঠানোর সময় হ্যান্ড স্যানিটাইজার ও শরীরের তাপমাত্রা মাপতে দেখা যায়নি।
রাজধানীর মতিঝিল, গুলিস্তান,পুরান ঢাকা ঘুরে একই চিত্র দেখা গেছে। যাত্রীরা মনে করেন বাসের মতো লেগুনাতেও সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পারলে করোনা সংক্রমণের ঝুঁকি আরও কমে আসতো।