জাতীয়

অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ জরুরি

নিজস্ব প্রতিবেদক: ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের সামনে তুলে ধরে সব অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। বরেণ্য সাংবাদিক আতাউস সামাদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

রোববার (২৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে স্মরণসভার আয়োজন করে আতাউস সামাদ স্মৃতি পরিষদ। সভায় বক্তারা তার কর্মজীবনের কৃতি স্মরণ করেন। একই সঙ্গে সভায় বিশিষ্ট সাংবাদিক এ বি এম রফিকুর রহমানকে আতাউস সামাদ স্মৃতি পুরস্কার প্রদান করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, দেশের জন্য সাংবাদিকদের ঐক্য অত্যন্ত জরুরী। কারণ বর্তমানে যে মতামত ব্যক্ত করা একেবারে অপরিহার্য, তা সাংবাদিকেরাই করতে পারেন। সংবাদ এখন মালিকের কাছে গেলে বদলে যায়। তাই সাংবাদিকদের স্বাধীনতা রক্ষা করার জন্য ঐক্য দরকার। সাংবাদিক নেতাদের সঙ্গে যে হেয় আচরণ করা হয়েছে, তার বিরুদ্ধে যেমন ঐক্য তৈরি হয়েছে, এটা ধরে রাখতে হবে।

সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বর্তমানে সবাই সূর্যমুখীর মতো হয়ে গেছে। শুধু ক্ষমতার দিকে তাকিয়ে থাকে। নিজেকে ক্ষমতাবান করতে চায়। এই মহামারিতে লাখ লাখ মানুষ গরিব হয়েছে। বৈষম্য বেড়েছে সমাজে। আজ কেবল সভ্যতার সংকট নয়, আজ এই পৃথিবীতে মানুষের অস্তিত্বের সংকট তৈরি হয়েছে। এই করোনা, এই তালেবান হচ্ছে পুঁজিবাদ ও ফ্যাসিবাদের ফলাফল।

আতাউস সামাদের স্মরণে তিনি বলেন, রফিকুর রহমানের ছবি আমরা দেখেছি, কিন্তু সেই ছবির পেছনে যিনি ছিলেন, সেই আতাউস সামাদের কথা আজ আরও ভালোভাবে জানলাম। সবাই তাকে শিক্ষক হিসেবে পেয়েছেন আর আমি তাকে ছাত্র হিসেবে পেয়েছি। তাঁকে গণ-অভ্যুত্থানের সময় দেখেছি, স্বৈরাচারবিরোধী আন্দোলনে দেখেছি। কোনটা খবর, উনি সেটা খুব ভালো বুঝতেন।

পুরস্কার গ্রহণের পর এ বি এম রফিকুর রহমান বলেন, আমি রয়টার্সে চল্লিশ বছর ধরে যে কাজটা করি, সেটা সামাদ ভাইয়ের অনুরোধেই শুরু করেছিলাম। তিনি আমার জীবনে অতি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। প্রতিদিনই আমি তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দীন আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, আমাদের নতুন সময় পত্রিকার সম্পাদক নাইমুল ইসলাম খান, এটিএন নিউজের সিনিয়র সাংবাদিক মুন্নি সাহা, আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক গোলাম রহমানসহ প্রমুখ।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চারুকলায় আগুনে পুড়ল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’

নববর্ষ শোভাযাত্রা উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বানানো দু...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ শনিবার (১২ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর...

মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে...

ফেনীর দাগনভূঞায় চাঁদাবাজির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ফেনীর দাগনভূঞা উপজেলার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য শাহ...

কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিচ্ছেন এক শিক্ষার্থী

জয়পুরহাট জেলা কারাগার থেকে সিরাজুল ইসলাম (১৮) নামে...

কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিচ্ছেন এক শিক্ষার্থী

জয়পুরহাট জেলা কারাগার থেকে সিরাজুল ইসলাম (১৮) নামে...

সরকার কোন মেডিক্যাল কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয়নি-মহাপরিচালক

সরকার দেশের কোন মেডিকেল কলেজ বন্ধ করতে চায় না বা ব...

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারে সেলিম এর নগদ অর্থ, খাবার প্রদান

রংপুরের মিঠাপুকুর উপজেলার ৫নং বালার হাট ইউনিয়নের ক...

ফেনীর দাগনভূঞায় চাঁদাবাজির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ফেনীর দাগনভূঞা উপজেলার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য শাহ...

বিশ্বের শীর্ষ ধনকুবের ৩০২৮ জন

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। এ তালিকায় এ বছর স্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা