সান স্পোর্টস ডেস্ক:
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের গানম্যান রেজাউল করীম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় সংক্রমণ ঝুঁকি এড়াতে প্রতিমন্ত্রী ও তার দপ্তরের কর্মকর্তারা আইসোলেশনে রয়েছেন।
সোমবার (১ জুন) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর গানম্যান রেজাউল করীমের চিকিৎসকদের পরামর্শে বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন মো. জাহিদ আহসান রাসেল।
তিনি আরও জানান, দেশে কোভিড-১৯ সংক্রমণের শুরু থেকেই প্রতিমন্ত্রী নিজ নির্বাচনী এলাকায় ত্রাণ বিতরণসহ পরিস্থিতি মোকাবিলায় নানা কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তিনি মন্ত্রণালয়ের বিভিন্ন জন গুরুত্বপূর্ণ জরুরি সভা ও কর্মসূচিতে অংশ নিয়েছেন। প্রতিমন্ত্রীর সঙ্গে সরকারি দায়িত্ব পালন করে আসছিলেন পুলিশের বিশেষ শাখার এএসআই রেজাউল করীম। তিনিও করোনা পজিটিভ হিসেবে সনাক্ত হয়েছেন।
তিনি বলেন, তার অবস্থা ভালো। চিকিৎসকদের পরামর্শে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। প্রতিমন্ত্রীসহ আমরা সবাই (দপ্তরের কর্মকর্তারা) আইসোলেশনে আছি।