নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডার আফতাবনগর এলাকার লামিরাল গ্রুপ নামে একটি ফরেন ইনভেস্টর অফিসের কক্ষ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বাড্ডা থানা পুলিশ। নিহত নুরুন্নবী ভূঁইয়া (৫৫) লামিরাল গ্রুপের ভাইস চেয়ারম্যান।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ওই এলাকার নুরুল টাওয়ারের ২৯/৩১ নম্বর বাসার একটি অফিসকক্ষ থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
বাড্ডা থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নুরুন্নবী নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার আবিরপাড়া গ্রামের মৃত নুরুল হক ভূঁইয়ার ছেলে। তিনি বাড্ডার আফতাবনগর এলাকার একটি বাসায় থাকতেন।
এএসআই আব্দুল আউয়াল বলেন, উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
নিহতের ভাই নুরুল আফসার ভূঁইয়া জানান, বাসা থেকে সকাল সাড়ে ৯টার দিকে অফিসের উদ্দেশে বের হন নুরুন্নবী ভূঁইয়া। পরে খবর পান তিনি অফিসে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁসি দিয়েছেন। পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, কী কারণে ফাঁসি দিয়েছেন এ বিষয়ে আমরা কিছু বলতে পারব না।
সান নিউজ/এফএইচপি