নিজস্ব প্রতিবেদক:
মহামারি করোনাভাইরাসের সৃষ্ট পরিস্থিতির মধ্যেও দেশের মানুষের জীবন-জীবিকা সচল করার লক্ষ্যে পরীক্ষামূলকভাবে লকডাউন তুলে দিয়েছে সরকার। তবে স্বাস্থ্য বিধি মানার ক্ষেত্রে সরকার নিয়েছে কঠোর পদক্ষেপ। এর জন্য তৈরি করা হয়েছে আইন।
এবার মাস্ক ছাড়া বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে জেল জরিমানার ঘোষণা দিয়েছে সরকার।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংক্রামক রোগ প্রতিরোধ আইনের আওতায় মাস্ক না পরে কেউ বের হলে ৬ মাস জেল অথবা এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
এছাড়া আদেশ অমান্য করার কারণে একই ব্যক্তি আরও তিন মাসের জেল এবং ৫০ হাজার টাকা জরিমানার দণ্ডে পড়তে পারেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, এর বাইরেও সরকারের পক্ষ থেকে যেসব স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে তা অমান্য করলেও উপরোক্ত দুই শাস্তির আওতায় পড়তে হবে দেশের নাগরিকদের। এছাড়া অফিস, গণপরিবহন চালু হলেও রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে জরুরি সেবা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সান নিউজ/ আরএইচ