নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ঢাকার মেট্রোরেল প্রকল্পের সরঞ্জাম চুরির ঘটনায় ২ চোর সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৪। এ সময় তাদের কাছ থেকে মেট্রোরেলের প্রজেক্টের বিভিন্ন কাজে ব্যবহৃত মালামাল উদ্ধার করা হয়।
সোমবার (২০ সেপ্টেম্বর) র্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে পল্লবী এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আশিক (১৯) ও মো. হারুন (৪০)।
র্যাব-৪ এর অধিনায়ক জানান, ‘তাদের কাছ চোরাই মালামালসহ একটি পিকআপ ও একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।’
র্যাব বলছে, নাজমুল ও হারুন একটি ‘সংঘবদ্ধ চোর চক্রের’ সদস্য, যারা রাজধানীর বড় বড় প্রকল্পগুলো থেকে মালামাল চুরি করে।
সান নিউজ/এমএইচ