নিজস্ব প্রতিবেদক:
আজ (৩১ মে) থেকে খুলে দেয়া হচ্ছে সব সরকারি-বেসরকারি অফিস ও গণপরিবহন। করোনাভাইরাস প্রতিরোধে এ সময় সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে তার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করবে প্রশাসন।
স্থানীয় প্রশাসনকে মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ (৩০ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল জলিল স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য ও বিধিসমূহ কঠোরভাবে পালন করতে স্থানীয় প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করবে। তাদের সহায়তা করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দেয়া হলো।
চিঠিতে আরও বলা হয়, 'সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ অনুযায়ী করোনা রোধে জারি করা স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনা দেশের প্রতিটি নাগরিকের জন্য পালন করা বাধ্যতামূলক। স্বাস্থ্যবিধি সংক্রান্ত সরকারি নির্দেশনা অনুসরণ বা প্রতিপালন না করা উক্ত আইনের অধীনে দণ্ডনীয় অপরাধ।'