নিজস্ব প্রতিবেদকঃ সারা দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। মেঘলা আকাশ থাকায় রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকাগুলোতে যেকোনো সময় নামতে পারে বৃষ্টি। দেখ মিলতে পারে রোদেরও।
আজ রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুছ এ তথ্য নিশ্চিত করে জানান, সারাদেশে আজ ঢাকাসহ বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। দুপুরের পর রোদ দেখা দিতে পারে।
ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
সান নিউজ/এমএইচ