নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মুগদা থেকে নিখোঁজ তিন ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এরা জামালপুরের একটি আবাসিক মাদ্রাসা থেকে তিনদিন আগে নিখোঁজ হয়।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত ১২টার এক রিকশাচালকের বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়।
জামালপুর পুলিশ সূত্র জানায়, ওই তিন ছাত্রী মাদ্রাসা থেকে পালিয়েছিল। পরে জামালপুরের ইসলামপুর রেলস্টেশন থেকে ট্রেনে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে। এরপর তারা একটি রিকশা ভাড়া করে। কিন্তু কোথায় যাবে তারা বলতে পারছিল না। তাই রিকশাচালক তিনজনকে মুগদায় নিজ বাড়িতে রাখেন। গোপন সংবাদ পেয়ে জামালপুর থেকে যাওয়ার পুলিশের একটি দল ওই রিকশাচালকের বাড়ি থেকে তাদের উদ্ধার করে। এই দলের নেতৃত্বে ছিলেন জামালপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) মোহাম্মদ সুমন মিয়া।
রিকশাচালক মোহাম্মদ রাজা বলেন, কমলাপুর রেলওয়ে স্টেশনে সোমবার দুপুরে তিন ছাত্রী আমার রিকশায় উঠে। কিন্তু কোথায় যাবে তা বলতে পারছিল না। তারা বাড়ি থেকে পালানোর কথা জানায়। তাই তাদের বাসায় নিয়ে রেখেছিলাম।
পলিশ কর্মকর্তা মোহাম্মদ সুমন মিয়া বলেন, তিন ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাদের নিয়ে রাতেই জামালপুরের উদ্দেশে রওনা হবো।
তিনি আরও বলেন, এই তিন ছাত্রী কী উদ্দেশে রাজধানী ঢাকায় এসেছে এখনো তা ভালোভাবে নিশ্চিত হওয়া যায়। এ বিষয় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
সাননিউজ/এমআর