সাননিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদে তার ভাষণে তিন ইস্যুতে অধিক গুরুত্ব দেবেন। এগুলো হলো- বিশ্বে করোনা টিকা বিতরণে সমতা, জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা ইস্যু।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্রমন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ওপর আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
আবদুল মোমেন বলেন, এ বছর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে করোনা টিকা বিতরণে বৈষম্য দূর করার বিষয়টি অধিক গুরুত্বসহ আলোচনা করা হবে। প্রধানমন্ত্রী নিউইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। তিনি ফিনল্যান্ডের হেলসিংকিতে যাত্রা বিরতি করবেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আগামী ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ২৪ সেপ্টেম্বর।
ড. মোমেন বলেন, এ বছর সাধারণ পরিষদের অধিবেশনে করোনা পরিস্থিতি, টেকসই উপায়ে পরিস্থিতির অবসান ঘটানো ও পূর্বাবস্থায় ফিরে আসার বিষয়গুলো অধিক গুরুত্ব পাবে। প্রধানমন্ত্রী অধিবেশনে কোনরকম বৈষম্য ছাড়াই টিকাকে গণপণ্য হিসেবে বিচেনার জন্য তার আহ্বান পুনর্ব্যক্ত করবেন।
তিনি আরও বলেন, করোনা ইস্যু নিয়ে আলোচনা ছাড়াও কপ২৬ অনুষ্ঠানের আগে জাতিসংঘ অধিবেশনে জলবায়ু ইস্যু নিয়েও আলোচনা করা হবে। যা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস কম রাখতে এবং অভিযোজন ও অভিবাসনের জন্য আরও অর্থায়ন চাই।
তিনি বলেন, বাংলাদেশ জাতিসংঘ অধিবেশন চলার সময় পৃথক অনুষ্ঠানে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনার আয়োজন করবে।
সাননিউজ/এমআর