নিজস্ব প্রতিবেদক: অর্থের বিনিময়ে পাওয়া যাবে জাতীয় আরকাইভসের তথ্য। তবে সেখানকার রেকর্ড কেউ চুরি করলে তিন বছরের কারাদণ্ড পেতে হবে। এমন বিধান রেখে জাতীয় সংসদে পাস হয়েছে বাংলাদেশ জাতীয় আরকাইভস বিল। এর মধ্য দিয়ে ১৯৮৩ সালের এ-সংক্রান্ত অধ্যাদেশটি বাতিল হয়ে গেল।
বৃহস্পতিবার (১৬ সেপ্টম্বর) জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের শেষ দিনে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বিলটি উত্থাপনের পর কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিল নিয়ে দেয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনীগুলোর নিষ্পত্তি করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বিলে বলা হয়েছে, আরকাইভসের রেকর্ড চুরি, নষ্ট বা হ্যাক করা হলে তিন বছরের জেল, ২০ হাজার টাকা জরিমানা হবে। রেকর্ড পাচার করলে পাঁচ বছরের জেল এবং এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া যাবে।
ফি দিয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করলে যদি গোপন কোনো দলিল না হয়, সে ক্ষেত্রে তথ্য সরবরাহের বিধান রাখা হয়েছে। এ ছাড়া রয়েছে রেকর্ডের সফট কপি করার বিধান, আগের আইনে যা ছিল না।
সাননিউজ/ জেআই