নিজস্ব প্রতিবেদক:
দেশে আশঙ্কাজনক হারে বেড়েই চলছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আজ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হয়েছে। ১১ হাজার ৩০১টি নমুনা পরীক্ষার মধ্যে নতুন শনাক্ত হয়েছে ২ হাজার ৫২৩ জন। এ নিযে মোট আক্রান্ত হলো ৪২ হাজার ৮৪৪ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৮২ জনে।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৯০’ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ১৫ জন।
আজ (২৯ মে) দুপুরে করোনাভাইরাস বিষয়ে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, নতুন করে আইসোলেশনে ভর্তি হয়েছে আরও ৩২৮ জন। সারাদেশে মোট আইসোলেশনে আছে ৫ হাজার ১৪০ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ১৭২ জন।
নতুন করে কোয়ারেন্টিনে আছে ৪ হাজার ৯শ’ জন। ছাড় পেয়েছে ২ হাজা ৯১৮ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছে মোট ৬০ হাজার ২৭৫ জন।
এদিকে, করোনায় আক্রান্ত সারা বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৬২ হাজারেরও বেশি। আক্রান্ত সংখ্যা ৫৯ লাখ ছাড়িয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৫ লাখ ৯২ হাজার ৬৭৫ জন।