নিজস্ব প্রতিবেদক: যশোরের অভয়নগরে বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে গুরুতর আহত শফিকুল ইসলাম (৩০) মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শফিকুল রাজঘাট গ্রামের মৃত ইব্রাহিম মোল্লার ছেলে।
পুলিশ আলী জানায়, নিহত শফিকুল ইসলাম ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন (সংশোধনী ২০০২) এর ৪/৫/৬ ধারাসহ ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ এর (এ) মামলার এজাহারভুক্ত আসামি। গত ১৪ সেপ্টেম্বর নিজ বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় যশোরের অভয়নগর থানার মামলাটি (মামলা নং ১১) দায়ের করা হয়েছিল। শফিকুল ইসলাম গত (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার রাজঘাট গ্রামে নিজ বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে গুরুতর আহত হয়। পরে তাৎক্ষণিকভাবে বিষয়টি অভয়নগর থানা পুলিশ জানতে পেরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে যশোর ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করায়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন অভয়নগর থানা পুলিশের এএসআই এবি আইয়ুব আলী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শফিকুল ইসলামের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সান নিউজ/এমকেএইচ